সাবেক সোভিয়েতভুক্ত চার দেশে খাদ্যশস্য রপ্তানি সাময়িক নিষিদ্ধ করেছে রাশিয়া। গত সোমবার এ নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়ার পর যদিও দেশটির উপপ্রধানমন্ত্রী ভিক্টোরিয়া আব্রামচেনকো বলেছেন, ‘বর্তমান কোটার আওতায় ব্যবসায়ীদের বিশেষ রপ্তানি লাইসেন্স দেওয়া অব্যাহত থাকবে। ’
বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক দেশ রাশিয়া। আর দেশটির প্রধান ক্রেতার মধ্যে রয়েছে মিসর ও তুরস্ক। দেশটি প্রধানত গম রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউক্রেনের সঙ্গে প্রতিযোগিতা করে। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখায়েল মিসুসটিন গত সোমবার একটি নির্দেশে স্বাক্ষর করেছেন। সে অনুযায়ী প্রতিবেশী ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নভুক্ত চার দেশে সাদা ও কাঁচা চিনি রপ্তানি বন্ধ থাকবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। একই সঙ্গে গম, রাই, বার্লি ও ভুট্টা রপ্তানি বন্ধ থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, বাইরের আঘাত থেকে অভ্যন্তরীণ খাদ্যবাজার রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার এ খবরে ইউরোপের বাজারে গমের দাম বেড়ে যায়। চলতি জুলাই থেকে জুন বাজারজাতকরণ মৌসুমে রাশিয়ার গম রপ্তানি কমেছে ৪৫ শতাংশ। এ রপ্তানি কমেছে খাদ্যশস্য উৎপাদন কম হওয়া, রপ্তানি কর আরোপ এবং কোটার কারণে। কৃষি পরামর্শক প্রতিষ্ঠান আইকেএআরের প্রধান দিমিত্রি রিলকো জানান, আগামী ৩০ জুন পর্যন্ত রপ্তানির জন্য রাশিয়ার হাতে এখনো ৬০ থেকে সাড়ে ৬০ লাখ টন গম রয়েছে। সূত্র : এএফপি, রয়টার্স