দেশ নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের সুবিধার জন্য ওএমএস কার্যক্রম ও ট্রাকসেল বাড়ানো এবং রেশনিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছে জাতীয় যুব জোট। একইসঙ্গে দাম বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূটিতে এসব দাবি জানানো হয়। জাতীয় যুব জোটের সহ–সভাপতি আমিনুল আজিমের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ও জাসদের গণমাধ্যম সম্পাদক শরিফুল কবির, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অজুহাত না দিয়ে খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। সরকার মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারে না। বাজারে সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। মানুষকে বাঁচাতে ওএমএস ও ট্রাকসেলের কার্যক্রম বাড়াতে হবে। সারা দেশে রেশনিং পদ্ধতি চালু করতে হবে।