ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনে বিশ্ব রাজনীতি, অর্থনীতির পরে এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সমর্থনে ইতিমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে ইউরোপের ক্লাবগুলো। এরই ধারাবাহিকতায় ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে বার্সেলোনা।
ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত মানুষকে সাহস যোগাতে বৃহস্পতিবার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাবটি। ভিডিওতে ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা রাশিয়া-ইউক্রেনের এ যুদ্ধে ইউক্রেনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
‘আমি বার্সেলোনার হয়ে ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন এবং সংহতি প্রকাশ করছি। আমরা যখনই ইউক্রেনে গিয়েছি বার্সেলোনার প্রতি সেখানকার মানুষের উষ্ণতা এবং ভালোবাসা লক্ষ্য করেছি।’
‘ইউক্রেনে আমাদের ২৮ জন সদস্য আছে এবং কিয়েভে আমাদের ১০০ সদস্যের একটি ফ্যানক্লাব আছে। ইউক্রেনের জনগণের সাথে আমরা আছি। সবাই একসাথে চলুন যুদ্ধ বন্ধ করি।’
এছাড়া বার্সেলোনাকে প্রতিনিধিত্ব করা ইউক্রেনিয়ান খেলোয়াড়দের প্রশংসা করেছেন লাপোর্তা। এছাড়া ইউক্রেন থেকে কোনো শরনার্থী স্পেনে যেতে চাইলেও আমন্ত্রণ জানিয়েছেন স্প্যানিশ এ রাজনীতিবিদ।
‘বার্সেলোনার প্রতিনিধিত্ব করা ইউক্রেনিয়ানরা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। বিভীষিকাময় এ যুদ্ধের ভুক্তভোগীদের পাশে আমরা আছি। যারা শরনার্থী হিসেবে আমাদের দেশে আসতে চান তাদেরকে সাদর আমন্ত্রণ।’