‘পুষ্পা’ সম্পর্কে রাশমিকা আরও বলেছেন, ‘“পুষ্পা” ছবির পেছনে আমাদের সবার কঠোর পরিশ্রম ছিল। আমার সহশিল্পী আল্লু অর্জুন বলতে থাকে যে এই ছবির জন্য আমরা চার ছবির সমান পরিশ্রম করেছি। আমরা সবাই মিলে দর্শকদের এক আলাদা দুনিয়ায় নিয়ে গিয়েছিলাম।’ এই দক্ষিণি নায়িকা জানিয়েছেন যে খুব শিগগির ‘পুষ্পা’ ছবির আগামী পর্বের শুটিং শুরু হবে। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির সফলতার পর রাশমিকা নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। এই ছবির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য তিনি তিন কোটি দর হেঁকেছেন।
‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পরিচালক সুকুমার ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে এই ছবির দ্বিতীয় পর্বের শুটিং শুরু হবে। আর ‘পুষ্পা: দ্য রুল’ এ বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পাবে।