বিশ্বকাপে এখনো দুটি ম্যাচ বাকি বাংলাদেশের, আবুধাবিতে যার প্রথমটি আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অঙ্কের মারপ্যাঁচে এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে আছে বাংলাদেশ। নিবু নিবু করে জ্বলতে থাকা সেমিফাইনালের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাইলে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ছাড়া গতি নেই মাহমুদউল্লাহদের। সাকিববিহীন বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাবে কি না, সেটা নিয়েই হয়তো অনেকে সন্দিহান। ওদিকে দক্ষিণ আফ্রিকাও জয় ছাড়া কিছুই ভাবছে না।এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে পরের রাউন্ডে যাওয়া বলতে গেলে নিশ্চিত ইংল্যান্ডের। দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশকে সেমিতে উঠতে হলে অন্তত ৪ পয়েন্ট পেতে হবে এবং অন্য কেউ যেন ৬ পয়েন্ট না পায়, সে আশাও করতে হবে। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো নিজে আজকের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকারই মানুষ, কাজ করছেন দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গেও। ব্যাপারটা একটু হলেও আশা দিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ কি আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে টুর্নামেন্টে জয়ের খাতা খুলতে পারবে? সম্মানিত পাঠক, আপনার কী মত?