বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী। এবার এই সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী এলিনা শাম্মী।
তাকে দেখা যাবে বেগম খালেদা জিয়ার চরিত্রে।সোমবার বিকেলে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা শাম্মী। ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।এলিনা শাম্মী বলেন, ‘বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য আজ বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হলাম। এতে বেগম খালেদা জিয়ার চরিত্র অভিনয় করবো।’
তিনি আরও বলেন, ‘এটা নিসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।
চলতি বছরের মার্চ থেকে এ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও দেশে করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের মধ্যে তা আটকে আছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটি পরিচালনা করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। চলচ্চিত্রের বাংলাদেশ অংশের কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন জানান, দেশের করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে ছবির দৃশ্যধারণ হচ্ছে না। তবে এর মধ্যে অভিনয়শিল্পী নির্বাচনের কাজ শেষ করছেন তারা। কোন কোন চরিত্রে কাস্টিং চলছে?-এমন প্রশ্নের জবাবে খেলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে ৫০ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার বাইরে আরও ৬০ জনের মতো অভিনয়শিল্পীকে নির্বাচন করা হয়েছে। বঙ্গবন্ধু যে জেলে ছিলেন সেই জেলের গার্ড, জেলারের মতো ছোট ছোট চরিত্রগুলো রয়েছে।
মহামারীর মধ্যে কাস্টিংয়ের প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “আমি অনলাইনে সিলেক্ট করে দিল্লিতে পাঠাই। উনি (পরিচালক শ্যাম বেনেগাল) দেখে ওনার চয়েজ বলেন। অনলাইনেই এভাবেই কাস্টিং করছি।” পাঁচ মাসে চিত্রনাট্যে আরেকটু ঘষামাজা করছেন ছবির দুই চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি। চিত্রনাট্যে বড় ধরনের কোনও পরিবর্তন আসছে না জানিয়ে খেলন বলেন, ভাষাগত কিছু বিষয়ে সামান্য সংশোধন করা হয়েছে। এর বাইরে আরও কোনও পরিবর্তন আনা হয়নি চিত্রনাট্যে। চিত্রনাট্য, শিল্পী নির্বাচনসহ প্রি-প্রোডাকশনের যাবতীয় কাজ ইতোমধ্যে সম্পন্ন করে দৃশ্যধারণের অপেক্ষায় থাকছেন ছবির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
এর আগে প্রাথমিকভাবে মনোনীত ৫০ অভিনয়শিল্পীসহ পরবর্তীতে নির্বাচিত অভিনয়শিল্পীদের সঙ্গে চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরুর আগেই চূড়ান্ত চুক্তি করা হবে। তবে কবে নাগাদ দৃশ্যধারণ শুরু হতে পারে-তা নিশ্চিত করে জানাতে পারছেন না খেলন। তিনি বলেন, “করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে এলে দুই দেশের সরকারের সিদ্ধান্তে শুটিং শুরু হবে। এই মুহূর্তে কোনও তারিখই দেওয়া যাচ্ছে। পরিস্থিতি আয়ত্বে আসার পর বিষয়টি নিয়ে বলা যাবে।” যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবির বাজেটের ৬০ ভাগ বাংলাদেশ ও ৪০ ভাগ দেবে ভারত; এখনও বাজেট চূড়ান্ত করা হয়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ছবিতে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। শিল্প নির্দেশনায় থাকছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। এতে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৫০ অভিনয়শিল্পীর যে তালিকা সরকার প্রকাশ করেছে তাতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে দীঘি, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবুর অভিনয়ের কথা রয়েছে।