পেইজ মেম্বারদের ব্যাপক সাড়া এবং উৎসাহে আজ রাত ৮:৩০ এ বাংলাদেশি বডিবিল্ডার্স পেইজ থেকে কোচ খালেদ, আমাদের সকলের প্রিয় ওস্তাদ শামসুল আলম এবং ওনার যোগ্য উত্তরসূরি জাতীয় সনদ প্রাপ্ত বডি বিল্ডার বাংলাদেশ গেমসের দুইবার রৌপ্য পদকপ্রাপ্ত সাকিব আলম জিম লাইভে এসে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবেন। এখন প্রশ্ন করতে পারবেন কমেন্ট সেকশনে উত্তর লাইভে দেওয়া হবে।