চাঁদপুরের বাসিন্দা তাকওয়া জাহান রিয়া (২১)। ১৪ বছর বয়সে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডান হাত হারাতে হয় তাকে। পা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ দুর্ঘটনা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার জীবনে। চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। গুচ্ছের অধীনে সোমবার (১ নভেম্বর) অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এসেছিলেন রিয়া। পরীক্ষা ভালো হওয়ায় খুশিও দেখা গেছে তাকে। রিয়ার অদম্য সাহস ও এগিয়ে চলার পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কখনোই ভাবিনি আমি পারবো না। আমার পরিবার কখনোই আমার সামনে বলেনি আমি কিছু পারবো না। আমার এ দুর্ঘটনার পরও চেয়েছি আমি পড়বো এবং আমার পরিবারকে জানিয়েছি আমি কোচিং করবো। এভাবেই এগোচ্ছি।’ তিনি আরও বলেন, আমার দুর্ঘটনার পর কোনো সেশনজট যায়নি। আমি এগিয়ে চলেছি। আমি চারপাশ থেকে শিক্ষা নিই। যখন দেখি আমার চেয়েও সুস্থ একজন মানুষ পরীক্ষায় হাল ছেড়ে দেয়, আমার নিজেকে তখন অনেক বেশি শক্ত মনে হয়। ভবিষ্যতেও আমি এভাবেই এগিয়ে যেতে চাই এবং মানুষের জন্য উদাহরণ হতে চাই। আর পেশাগত জীবনে একজন বিসিএস ক্যাডার হতে চাই।