খুলনায় গত ৭ই অগাষ্ট হামলার শিকার হওয়া একটি মন্দিরের ভেতরের ছবি।
বাংলাদেশে দক্ষিণাঞ্চলীয় খুলনার রুপসায় হিন্দু অধ্যূষিত গ্রামে হামলাসহ কয়েকটি এলাকায় সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের অভিযোগে হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের ব্যানারে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মানবন্ধন করা হয়েছে।
সংগঠনটির নেতারা রুপসার সহিংসতা এবং বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঠেকাতে প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। এই সংগঠনের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেছেন, সরকার এবং প্রশাসন কঠোর অবস্থান না নেয়ায় হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতায় বাড়ছে।
“হামলার আগে তা প্রতিরোধে সরকার বা প্রশাসন এবং রাজনৈতিক দল, কারও কোন ভূমিকা নাই,” বলেন মি: দাশগুপ্ত। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, দেশে সাম্প্রদায়িক হামলার কোন ঘটনা ঘটছে না। তিনি বিবিসিকে বলেছেন, কোন ঘটনা ঘটলেই কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।