বাচ্চটি বেলুন দিয়ে খেলা করার সময় বেলুনটি ফুটে যায়, আর বাচ্চাটি খেলতে খেলতে সেই বেলুনের এক টুকড়া মুখে দিয়ে ফেলে তখন বেলুনটি গলায় চলে যায়, কিছুক্ষণ পর বাচ্চাটির মা খেয়াল করলে তড়িঘড়ি করে বেলুনটি হাত দিয়ে আনার চেষ্টা করে। অনেক চেষ্টার পর ব্যর্থ হলে সাথে-সাথে পাশ্ববর্তী এক হাসপাতালে নিয়ে যায় ।
ততোক্ষনে হয়তো বাচ্চাটি শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, পরে উক্ত হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।