প্রশ্ন: আমা’র মা ২০১৩ সালে মা’রা যান। বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন ২০১৪ সালে। চলতি বছর কোভিড–১৯–এ আ’ক্রা’ন্ত হয়ে আমা’র বাবা মা’রা গেছেন। আমা’র মায়ের নামের সম্পত্তিতে কি আমা’র বাবার দ্বিতীয় স্ত্রী অংশীদার হবেন?
নাম প্রকাশে অনিচ্ছুক :
উত্তর: মৃ’ত স্ত্রীর যদি সন্তান থাকে, তবে স্বামী পাবেন এক–চতুর্থাংশ। সুতরাং আপনার মায়ের মৃ’ত্যুর পর আপনার বাবা এক–চতুর্থাংশ সম্পত্তির মালিকানা পেয়েছেন। এই সম্পত্তি তাঁকে দেওয়ার পর বাকি সম্পত্তি আপনাদের মধ্যে বাঁটোয়ারা হওয়ার কথা।
এখন আপনার বাবার মৃ’ত্যুর পর তাঁর দ্বিতীয় স্ত্রী শুধু আপনার বাবার সব সম্পত্তির (আপনার মায়ের থেকে প্রা’প্ত সম্পত্তিসহ) অংশীদার হবেন। এ ক্ষেত্রে আপনার সৎমায়ের ঘরে আপনার বাবার যদি কোনো সন্তান থাকে, তাহলে সে আপনার বাবার সম্পত্তি থেকে আট’ ভাগের এক ভাগ (১/৮) সম্পত্তি পাবে।
যদি তাঁদের কোনো সন্তান না থাকে, তাহলে আপনার সৎমা আপনার বাবার সম্পত্তির সিকি (এক–চতুর্থাংশ) ভাগ পাবে। বাকি সম্পত্তি অন্য উত্তরাধিকারেরা পাবে। কাজেই প্রত্যক্ষভাবে আপনার মায়ের সম্পত্তিতে তাঁর কোনো অধিকার নেই।