হিজড়া জনগোষ্ঠীর প্রত্যেকটি ব্যক্তি ছোটকাল হতে যৌন হয়রানি ও বলৎকারের স্বীকার হয়েছেন। শুধু তা নয় নিজের পেটের দায়ে যখন যৌন কর্মীতে পরিনত হয় তখনও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বা হচ্ছে। মাফ করো আমাদের, পায়ে পরি আপনাদের আর অত্যাচার করবেন না আমাদের প্রতি। আমরা শাড়ী পড়ি নারী হবার জন্য। আর নারী হচ্ছে মা ও বোনের জাত। সম্মান দিবেন তো উপর ওয়ালার কাছেও সম্মান পাবেন। আসুন নির্যাতন ও বৈষম্য বন্ধ করে মায়া ও ভালবাসা ছড়ায়।